✅ উপকরনঃ বার্লি, হলুদ, মৌরি, গোল মরিচ, এলাচ, ধনিয়া, জিরা, আদা, দারুচিনি, অশ্বগন্ধা, স্টার এনিস, জয়ত্রী, লবঙ্গ, কাবাব চিনি, শাহী সাদা মরিচ, জয়ফল, তেজপাতা, নাইজেলা, ক্যারম বীজ, হিমালয়ান পিংক সল্ট ইত্যাদী সহ বেশ কিছু সিক্রেট মশলা উপকরন ব্যবহার করা হয়েছে ।❤️ 🍮
✅ প্রস্তুত প্রনালিঃ ২ কাপ সমপরিমাণ পানিতে ২ চা চামুচ পরিমান মাশালা বার্লি টি মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট জ্বাল দিন। তারপর ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন। এর পর ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে নিন। রাতে খাবার গ্রহনের ৩০ থেকে ৪০ মিনিট পর অথবা ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে কুসুম গরম মাশালা বার্লি টি পান করুন। ❤️ 🍮
© 2025 aarattearoom.com | Developed By Service Key.